বাড়ির আঙ্গিনার পাশে,
জন্মিছে ফুল,লতা-পাতা আর বনজ সবুজ ।
বহুদিন পরে দেখছি তাই,
লাগছে বড়ই অবুঝ ।
নারিকেল গাছে বাসা বেঁধেছে,
বাবুই পাখি ।
তার ছোট্টছানার এখনো ফোটেনি আঁখি ।
ফুলগাছে ফুটে আছে,
হাজারো গোলাপ,রজনী ।
বাগানে ঢুকেই দেখি,
চেয়ে আছে জুঁই,চামেলী ।
অবাক হয়ে থাকি,
হলুদপাখির দিকে ।
তার ডাকে সারা দেয়,
ময়না আর টিয়ে ।
বাড়ির পাশে জন্মেছে আরও,
অনেক গুল্মজাত ।
এভাবেই চলছে প্রকৃতির
না দেখা অনুপাত ।
রচনাকালঃ ২০,৯,১৪ইং