ছাত্রজীবন মধুর জীবন,
বলিছে কত জ্ঞানীগুনীগন ।
আমার বক্ষেও হচ্ছে তাহা ।
সামনে আছে বিশাল পাহাড়,
চুরমার করতে হবে আছে যাহা ।
ছাত্রজীবনেই প্রিয়পাত্রতা মেলে,
কিছু গল্পের কথার গাঁথাতে।
ছাত্রজীবনেই ঘনিষ্ঠতা বাড়ে,
কিছু প্রাণের মধুর ভাষাতে ।
ছাত্রজীবনেই লাগাম ছাড়া,
চুটিয়ে বাড়ে আমোদ-প্রমোদ করা ।।
কিছু কিছু ছলনার ফাঁকে,
ছাত্রজীবনেই গড়ে আসে
কিছু প্রেমের প্রবনাতে ।
ছাত্রজীবনেই বোকাগাধা।
যদি মেতে যায়,
প্রেমের কিছু নিরব কথা।
ছাত্রজীবন সত্যিই মধুর জীবন ।
বলছি আমি এই এখন,
চলছে আমার ছাত্রজীবন ।
উল্লেখ্যঃ এই কবিতাটি লিখেই আমি প্রথম ধন্যবাদে এবং আর্শিবাদী হই ।।যখন আমি জে,এস,সি (২০১৩)পরীক্ষা দিব তখন এই কবিতা আবৃতি করি এবং আমার শিক্ষক (বিজয় রায়) আমাকে ধন্যবাদ দেন ।।তখন থেকে এ পর্যন্ত আছি কবিতাতে ।।