সোনার দেশ আজ হয়েছে স্বার্থবাদী,
প্রতিবাদে এগতো পারেনা কোন হীন প্রতিবাদী ।।
যা খুশী তাই করে যায় ওরা,
ওরাই যেন দেশের একমাত্র ত্রাতা ।
ফসল-মাঠে,কারখানাতে
খাটছে যত শ্রমিক গার্মেন্টেসে,
সবখানেই হয়েছে শুরু
ব্রিটেন আমলের শিষ্য-গুরু ।।
অজস্র অর্থ আছে তাই.....দিনে হচ্ছে সাধু ।
অসীম শ্রদ্ধাবানে রাখছি তাদের,
তারাই যেন ঘড়ের গৃহবধু ।।
তাদের ভিতর জগৎ দেখলে দেখা যায়,
গরীবদের সন্মানে....
তারা তাদের মনের ক্ষুধা মেটাতে চায় ।
এই হলো সোনার দেশ !
আবার আসছে ফিরে,ব্রিটিশ আমলের রেশ ।
রচনাকালঃ১৯.৯.১৪ইং