মেলা,মেলা,ফুলের মেলা,
ফুলবাগানে ফুলের খেলা ।
দেখবে যদি আয় তোরা,
কীভাবে খেলছে তারা ।
হাজার ফুলে,হাজার ঘ্রাণে,
মন পাখিটা উড়ে চলে
ফুলের স্পর্শ পাওয়ার জন্যে ।
গোলাপ,রজনী,জুঁই,চামেলী
ফুটছে কত ফুল ।
রঙ্গে রঙ্গে রাঙ্গিয়ে দেয়,
আমার কানের দুল ।

রচনাকালঃ১৬,৯,১৪ইং