প্রথমত,পরিচয়ের দিকেই পথ অতিক্রম করি।।আমার পুরো নাম বিজয় রায় ।। স্থায়ীত্ব ঠিকানাঃদিনাজপুর জেলার উত্তরে বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামে জন্ম গ্রহন করি ।। আপনারা হয়তো আমার বয়সটা জানলে হবাক হবেন।।কিন্তু অবাক হওয়ার কিছু নেই।।আমি ১৯৯৮ সালে জন্মগ্রহন করি....কিন্তু সার্টিফিকেট অনুসারে আমি ২০০০সালে ।। এটা আমিও বিশ্বাসিত নই।। বাবাঃপ্রফুল্ল রায়,মাতাঃসুরুবালা রায়।।আমাদের পরিবারটি একটি হতদরিদ্র পরিবার যেখানে "ডাল আনতে পান্তা ফুরায়"।আমার বাবা একজন দিনমুজুরী...আমাদের এই কঠিন শিহরিত পরিবারটিতে এত অভাবেও যেন অভাব দেখি না।।যাই হোক গরীব হলেও খুব ভাল লাগে শান্তিতে আছি বলে।। দূর আসল কথাই তো বললাম না ।। আমার ৫ম শ্রেণি থেকেই কবিতা আবৃতি করা খুব শখ।।এই ৫ম শ্রেণিতেই বেশ কিছু কবিতাও আবৃতি করি যেখানে একমাত্র বন্ধুরা ছাড়া কেউ জানেনা।। এভাবে থাকতে থাকতে ৮ম শ্রেণিতে যখন জে,এস,সি দিব(2013)তখন এমন এমন কিছু কবিতা আবৃতি করছিলাম আমাদের প্রাইভেট মাষ্টার বিজয় রায়।।তিনি আমার পাড়াতো কাকুও হবে সেই কবিতা গুলো দেখে খুবই মনোমুগ্ধ হয়ে আমাকে অনেক অনেক ধন্যবাদ দেয় ।।যেখানে থেকে আজ কবিতা লিখে এতদুর ।।
আলোচনাটি ৮২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৬/০৯/২০১৪, ০১:০৩ মি: