কবি হতে গিয়ে,
কত কষ্ট,কত আনন্দ,আর কত বেদনার ঝড়।
বয়ে গেছে আমার হৃদয়ে দিনভর।।
গেছি ফুলের কাছে,
ফুটলে তুমি কেমন করে?
তোমার মধুর সুভাষে
বানিয়েছ তুমি কবি আমাকে।।
গেলাম কল্পনায় উড়ে,
ঐ দূর নীল আকাশে চন্দ্রিমার কাছে
কীভাবে আলো ছড়ায়ে.......
মানুষের মন কেড়ে নিছে।।
উঠতে পারি না পাহাড়ে,
তবুও উঠলাম নিজের জোরে ।
পাহাড় তুমি কেমন করে?
ঝড়না দিয়ে পানি ফেলছ ঝরঝরে।।
গেলাম বস্তিতে,
অসহায়,নিপীড়ন মানুষের কাছে......
বরই কষ্ট লাগল তাদের অবস্থা দেখে ।।
কবি হতে গিয়ে,
কত বেদনার ঝড় বয়ে গেল
আমার মধ্য দিয়ে।।
রচনাকালঃ১১.৯.১৪ইং