আমরাই তরুন,আমরাই বিদ্রোহী
আমরাই হলাম ছাত্রদল ।
দেশমাতৃত্ব রক্ষার্থে
আমরাই নিব পণ ।
স্বদেশে রয়েছে যত বাসকৃত দেশদ্রোহী......
তাদেরকে করব আমরাই নিপাতন ।
হে সমাজ,আজি রুখে দাড়াও ।
অন্যায়ে মাথা নত নয়.....
প্রতিবাদের দূরন্ত সাহসে হাত দুটি বাড়াও ।।
হে ঘুমন্ত,যুবসমাজ!
জেগে উঠো আজ ।
সিংহের গর্জন আর হস্তের থাবার মত
তেড়ে যাও! উড়াল দেও শান্তির নিশান ।
তোমরা কি......তোমরা কি জাননা?
বঙ্গভুমি চায় যে,
অন্যায়ের হাত থেকে নিস্তার............. নিস্তার
কর্ণে কী শুনতে পাওনা ।
জাগ্রত হও হে যুবসমাজ,জাগ্রত হও হে বলিয়ান ।
তোমাদের জন্য অপেক্ষারত
এই বঙ্গভূমির সন্মান ।।
রচনাকালঃ৯.৯.১৪ইং
বাংলার তরুন