আমি ইহলোকে থাকিয়া
   নজর রেখেছি ক্ষনে ক্ষনে ।
বাংলা আমার,বাংলাতে আছে
ছয়টি রানী একত্রে ।।
রানী হইলেও কী আর চেহারা
নেই তাদের ভালো ।
একেক সময় একেক রকম
কান্ডগুলো দেখ।

রানী রুদ্র গ্রীষ্মের ফলে
আজি মাঠ ফেটে চৌ-চিরে ।।
নবীন বর্ষা রানী.....আবার ভাসিয়ে
দিয়ে করছে নদী ভরভরে ।।
অমল ধবল শরৎ রানী.....
দেখ,কী তার রং বাহারি ।
দোয়েল-কোয়েলের কলকলানিতে
মুখরিত হয়ে,
কাঁশফুলও উঠছে হেসে
শারদীয়ার আগমনে ।।
সুমঙ্গলা হেমন্ত রানী.....
আসছে আবার ঘোমাটামুখে
নবান্নকে সাথে নিয়ে ।।
হাড় কাপানো শীত রানী......
রাজ্যে পেলে,
উঃ উঃ উঃ শব্দ করায় মোদের ক্ষনে ক্ষনে ।।
আবার গন্ধে,বর্ণে,গানের সমারোহ আনে
বসন্ত রানী এলে.....

রচনাকালঃ৭.৯.১৪ইং
চাকাই,বীরগন্জ