আজি হারিয়ে যাব.....
বঙ্গমাতা,বঙ্গশ্যামলীর কাছ।
দূর-দূরান্তের অন্তিম মাঠ ছাড়িয়ে
রাঙ্গাব মন বাংলামায়ের সন্তানের সাথে ।।
আজি সবুজের সমারোহে
হারিয়ে যাব বলে,
ধানের ক্ষেতেও উঠছে মেতে
আমায় চেয়ে চেয়ে ।।
আজি দোয়েল,কোয়েল
গাইছে গান,ডাকছে অবিরত ।
কেউ যেন হারিয়ে গিয়ে
উড়ে বেড়াবে তাদের মত
দিনরাত্র ।।
আজি ঢেপা নদীটিও উঠছে মেতে
মাঝির গানের সুরে সুরে......
কূলে বসে দেখব খেলা
একাকী তোমার নাচের তালে তালে ।।
পাশে চেয়ে আছে সাদাকাশবন ।।
সাদা মনও নিয়ে ।
তোমার পাপড়ি উড়িয়ে দিব.......
ঐ দূর নীল আকাশে ।।
তোমায় ভাল বেসে বেসে
আমি হারিয়ে যাব
বঙ্গমাতার দেশে ।।
রচনাকালঃ৬.৯.১৪ইং
চাকাই,বীরগন্জ