দাদু আমার খুব ভালো,
সারাক্ষন আগলে মোদেরকে রাখত ।
কোন এক ঝড়ের ঝাপটা এসে
সব কিছু যেন নিমিষেই শেষ হয়ে গেল ।।
চলে গেল না ফেরার দেশে ।
দাদু-দাদু বলে কারে ডাকব এই ক্ষনে ।

মৃত্যুর শর্য্যয় চেয়ে ঘুমিয়ে আছে
মনে হচ্ছিল যেন,
যাওয়ার বেলায় আমাকেই খুঁজছে ।।
সে যে কী কান্না সবারি মুখেতে,
বোঝাতে পারব না কথার আলপনাতে ।
স্রোত বয়ে যাচ্ছিল,
কারো কারো আঁখি দিয়ে ।
কেউ বা হেসে বলছে,বুড়ো মরে গিয়ে
শান্তিতে আছে পরলোকে ।।
আরে এসব কথা,
তখন লাগছে কী আর ভালো?
হাস্যকর ব্যক্তি!!সে সময় মনে হচ্ছিল,
তোরে যেন পিটিয়ে রক্তপাত কর
।।
দাদু আশায় পথ চেয়ে
আজো অপেক্ষার প্রহরে থাকি ।
কেন জানি মনে হয়
দাদু ফিরে আসবে এক্ষুনি ।।

রচনাকালঃ২.৯.১৪রাত্রি১২..৫০ মিনিট থেকে।।কালকে রাতে আমার বাবার দাদু মারা যায়,আমার বাবার সর্ম্পক ধরছি আমি