বন্ধুর মত মানুষ
     কবে আর কে আছে ।
যত সুখ দুঃখের কথা
মনেতে রয়েছে যত ব্যাথা,
     সব বুঝে যাস্
বন্ধু তুই পাশে থাকলে একা।
এই জীবনের ক্যানভাসে,
কখন জানি কে বা কে আসে
আমার থেকে জানিস বেশি
বন্ধু তুই পাশে থাকলে ।।

মেঘমালার জগতকন্য মাঠে ।
যখন দাড়িয়ে থাকিস দুহাত পেতে,
মনে হয় একত্রিত হয়ে
উড়ে যাই মেঘমালার কাছে ।।
তোর মত বন্ধু
কবে আর কে আছে ।

পথে-ঘাটে-মাঠে,স্কুল-কোচিং এ
যেখানেই থাকি না কেন
তোর ছায়া যেন লেপ্টে আছে ।
তোকে আমি ভুলি কী করে??
তোর মত বন্ধু
কে বা কে আছে ।।
ফেসবুকের আড্ডায়,নতুন দুনিয়ায় ।
স্বপ্ন ভাসাই দুজন মিলে
চ্যাটিং এর ব্যবস্থায় ।
হয়তো বা ভুল যদি কখনো করে থাকি ।
ছেড়ে যাবি না তো আমায়?
তোর মত বন্ধু পাব কোথায়,
এই দুনিয়ায় ।।


রচনাকালঃ৩১.৮.১৪ইং
চাকাই,বীরগন্জ
কোন ভুল হলে ক্ষমাপ্রার্থী ।