সৃষ্টিকর্তার অশেষ কৃপায়,
বেঁচে আছি এই ধরায় ।
সামান্য বৃক্ষবন্ধুর জন্যে ।
বৃক্ষবন্ধু কখনো কখনো বলে থাকে,
আমরা সে চাঁউনি বুঝিনা কল্পনাও মনে ।
ক্ষিপ্ত রোদে আমি একা দাঁড়িয়ে
মানুষদের দিচ্ছি শান্তির হাত বাড়িয়ে ।
তাদের তৃপ্ত হচ্ছে মন,
তবুও আমার উপর অত্যাচার
কই,কমেনি তো এই এখন ।
সত্যি_সত্যি অদ্ভুদ মানুষের মন ।
আরে জেগে দেখ,
পাখিদের কলকলানি,ঢেউয়ে গড়া সুর
তোমাদের ঘুম ভাঙ্গিয়ে দেয়
আমার ডালে উঠে ডাকছে কত মধুর ।
জানকি তবে,
ঘড়ের আসবাপত্র তৈরী করছ আমাকে দিয়ে
মনে কী পরে তোমাদের।
তবে কেনই বা কাটছ
আমাকে দিনরাত্র ।
গাছের পুরো কথ্য আলোচনা করতে পারলাম না কিছু কারনে ।।সামান্য কিছু