অহংকারী মানব কবিতাটি সত্যিঘটে কয়েক মাস আগে.....একজন খুব ধনী ব্যক্তি ছিল সেই গরীব ব্যক্তিটি পাড়াতে..গরীব ব্যক্তিটি কোন মতে চলত ভিক্ষা করে.....একদিন সেই ব্যক্তির ছেলের খুব বড় অসুখ হয়।এই অসুখ ছাড়ানোর জন্য অনেক টাকার প্রয়োজন ছিল ।এই টাকার জন্য গেছিল তাদের পাড়ার সেই ধনীটির কাছে...কিন্তু এতে সেই ধনীটি কী টাকা দিবে তার বদলে গালাগালি করে তাকে তাড়িয়ে দেয়....তখনি সেই গরীব ব্যক্তিটি অভিশাপ দেয় ধনী লোকটিকে.....এতে তিনি যাহা কিছু বলেন তাহাই হইছিল ।
৲৲৲এই ঘটনাটি হয় আমার পাড়াতেই হয়৲৲৲
যার ফলে আমি বলব কবিবন্ধুরা যারা একটু অহংকারী ভাব নায়ে থাকেন সেটা ত্যাগ করলেই....যথেষ্ট সন্মানের সহিদ থাকবেন ।