দিল্লির হনুমান

""এম সাদ্দাম হোসেন পবন""  

ক্রন্দনে মোর দুঃখের লগন
বিবেকের আলোক পড়েনি
বঞ্চনার ঘাত আহাজারিতে
অবসান হবে পাসন্ড হৃদয়ে।
মসনদ নহে রীতি প্রথা বলে
পড়ে আছিস রাক্ষুসের ঘরে  
মরিবার আগে বিতাড়িত সবে
প্রতিঘাত জাগিবার নয় আঁখিতে।
গঙ্গা নহে এ তো রক্তের স্রোতধারা
স্নেনানের সাধে মানবতা ভুলেছে
তান্ডব লীলায় মেতেছে হনুমান  
ভারতীর একি হাল বিশ্বের তরে।