এম সাদ্দাম হোসেন পবন, তারিখঃ ২৬.০৯.২০১৯
যত মহারথী রুপে নিপীড়িত নিরব যাতনা
আজি দলে বলে সব ঘুর্ণিপাঁকে হুংকার
লীলায় বক্তিমা।
হিংস্র ততই যত নিরবতা নিষ্ঠুর নিয়তীর জগদম্ভে
ছাওয়াল আরশে বাসনার পূর্নতা জাগে- হে জননী
কবে আসিবে পরশ খানি।
চারিদিকে নিষ্ঠুর হিংস্র স্বার্থবাদের দাম্ভিক চলন
সভ্যতা মুছে গেছে আজি সমাজ সমতাহীন
রক্তবমির প্রলয়।
ঘুর্নিপাঁকে ঘুরায়েছে মোরে খর্ব ব্যাক্তি অধিকার
কেন বলিস সমতার কথা সে আলোক কত দুর
যেথা বুক ভেজা সান্ত্বনা।
অস্ত্রের নলে কবর রচিত মরার চেয়েও মরা
বুদ্ধিবৃত্তিক চেতনার বিকাশ কোথায় স্বাধীনতা
শ্রান্ত ঘরের নিরবতা।
হে জননী আঁচল খানি দিয়ে ঢেকে রাখো মোরে
যেন না দেখে নয়ন বঞ্চিত মানবের আহাজারি
যেথা মুচি সমাজপতি।
নিশি ফুরালে এহকাল দেখি বঞ্চনা যত নিরীহের
কোথাও যে নাই নির্যাস হৃদয় করিতে চঞ্চলতা
বদ্ধ ঘরের যাতনা।