""ফাল্গুন""
আজি বসন্তের সুভাষণ শুধায়ে
যেথা বসে গাহি শলক বেলায়
হলুদিয়া রংয়ের মেলা রঙিন সম।
পড়ন্ত বেলায় কৃষ্ণচূড়ার নিচে এসে
নয়ন চাহে চারিদিকে তোমায় খোজে
আজি পাশে বসে পূর্ন করো বাসনা।
আসিবে আবার ঘুরে বছর পেরিয়ে
সেই দিনের ক্ষনে কেন অপেক্ষিত
যা চাহিবার এখনি চাহো মোর তরে।
লেখনির স্থান: গাইবান্ধা পৌরপার্কে
তারিখ: পহেলা ফাল্গুন ।