গিয়েছিনু আজি মেজবানে তোর
সাগরেদি ছলে পাষান জলসা ঘরে
চারিদিকে বৈরি ছাপ আঁখি অবয়বে।
সৃষ্টির নিখিল জগৎ উচ্ছ্বসিত সুন্দরি
পরস্পরের চাহোনির তরে আবেগ
মিলিত হওয়ার সৌভাগ্যের সুশ্রী।
হৃদয়ের কোমল পাহাড় ধ্বসেনি
ধ্বসেছে বৈশিষ্ট্যর বৈচিত্র্য লীলা
ক্ষনিকের জগৎ তব ক্ষনস্থায়ী।
অতীত স্মৃতি ক্ষনিকে তেড়ে এলো
চারিদিকে নিরাশার স্বর ধ্বনিগত
প্রকৃতির বিরূপতা অতি সন্নিকটে।
বিনয়ের বশে ভাগ্য আরশে আর্জি
হৃদয়ের গহ্বরে মরি বারে বারে
অবসান চাহি হে করুণাময় অন্তর্যামী ।