"" হলুদের আবরণে হোঁচট যত ""
গিয়েছিনু তার সানিধ্যে ক্ষনিকের আবাহনে
অাতিথেয়তায় জড়ায়ে মোরে প্রীতির বন্ধনে
আবেগিক কোমলতার ছোঁয়ায় উদ্বেলিত মন
ফেরার ক্ষনে ধিক পীড়া নির্মল অন্তরে।
মহীয়সী ভেবে মাথা নুয়ে শ্রদ্ধায় স্বরনাগত তরে
নগন্য বলে বৈষম্য করেনি ক্ষনিকের জলসা ঘরে
মান দিয়ে ছিল বটে; কেড়ে নিতে কুন্ঠিত নহে
হলুদের আবরণ প্রীতির হৃদয়ে হানিছে অকপটে।
যত মহারথী দেখিছে এ আঁখি ম্লানহীন দম্ভোক্তি
সভ্যতার গানে উচাটন হয়ে তেড়ে আসে নীতি
বিদায়ের ক্ষনে চাহিনি ফিরে দীপ্তময় অঙ্গীকারে
তব, মোর নিয়তীর লিখনে বেদনা বিয়োগান্তে।
হাজারো মানবের সারিতে চরণ রাখেনি নিয়তী
পথভ্রষ্ট নীতির তাড়না কত প্রসারিত হতে পারে
অর্থের আঁখি প্রাচুর্য্যের দৃষ্টে অবতীর্ণ লীলাময়
দিকবিদিকশুন্য হয়নি বুঝিবার বিতীর্ণ হৃদয়।