"" আকাঙ্ক্ষা ""
মনের মাধুরি মিশিয়ে গড়েছি নীড়
স্বপ্নের আকাঙ্ক্ষার শ্রমের ঘামে
শুন্যের মাঝে পূর্ণের যত মান।
রাত্রির নিস্তব্ধতা নিশি নিরজন
ভোরের পাখি গাহে শিশির ঝরায়
দমেনি হৃদয়ের শীতলতা সমীরণ।
হারাবার তরে চাহে বারে বারে
নয়নের যত আবেগ বাসনাদি
চারিদিকে ঝকঝকে বিষগিরি।
পাসন্ডের সানিধ্যে প্রীতির লগনে
লীলাময় রঙ্গীন রচিত ত্রিভুবন
চৌচির আজি বজ্রতায় নীতি।
দেখিছে সবে সময়ের চর্কিতে বিধূ
অাধাঁরের তরে আকাঙ্ক্ষা বিনয়ী
বিষাদে অগত্যা ধূকে ধূকে মরি।
নিয়তীর লিখনে বেদনা বিয়োগান্তে
বাধঁনের পরশ আসিবে দুয়ারে মোর
প্রতীক্ষার প্রহরও তীব্র যাতনায় ভারি।