যেদিন তুমি অন্যায় দেখে
করবে না নত মাথা,
সেদিন তুমি বিপ্লবী হয়ে
রচিবে বীরত্বগাঁথা!

পথে-প্রান্তরে যত অন্যায়
পড়বে তোমার চোখে,
রুখে দাঁড়াবে প্রতিবাদী হয়ে
নির্ভয় শাণিত বুকে!

এখন তুমি পাশ কেটে চল
জীবন ঝামেলাহীন,
রুধিতে নারি অত্যাচার যত
ভয়েতে কাটে দিন।

দাঁড়াও উঠিয়া বীর বেশে
উঠাও উর্ধে তরবারি,
হাঁকিছে পথ এগিয়ে যেতে
দাও ছেড়ে ঘরবাড়ি!

চুপথাকা সাজে না তোমার
বলছি সেটা বারে বারে,
সাজাও নিজেই আপন ভুবন
ঘুরে সকল দ্বারে দ্বারে!

৮ অক্টোবর, ২০২৪