ভ্রমিছে পথিক নগর বন্দর
জীবন যেন যাযাবর.
পথ দিয়াছে ঠিকানা তাহারে
বাঁধিছে সেথা পান্থঘর!
বহিছে যেমন ঝরণা ধারা
সাগর সুখের ঘর!
চিত্ত চাহে-‘ছিঁড়িয়া বাঁধন
জনম বাজি ধর।’
যাত্রা তার’ই অনন্তকাল ধরি
কিসের তরে দ্বিধা-ডর?
অচেনা পথেই কাটিছে কাল
হানিছে যত তুফান-ঝড়!
ভবঘুরে জীবন কাটিছে সবার
নাহি কেহ আপন-পর।
পথিকপ্রবর নহে পথভোলা
মরুভূমে বাঁধি খেলাঘর।
শুধিবে কিসে জীবনের ধার
মর্ত্যরে যত নারী-নর?
অধিক বাঁচার ব্যর্থ প্রয়াসে
আঁকড়ে ধরে খুঁটোখড়।
ভাল লাগার স্বপ্নে বিভোর
যুগল জুটি কনে-বর!
তটিনীর বুকে যেমন করিয়া
জাগিয়া ওঠে নতুন চর!
মন্থরপদে নামিছে আঁধার
অকুল পাথারে ডুবিয়া মর!
পথের শেষে যাত্রা থামিবে
হইবে তাহা কল্যানকর।