ময়ূরের কেকা
তবলার ঠেকা
আঁধারের শিঞ্জন
ভ্রমরের গুঞ্জন।
বাঘদের হুংকার
বাদ্যের ঝংকার!
ঘেউ ঘেউ কুকুরের
নিক্কণ নুপুরের
ম্যাঁ ম্যাঁ ছাগলের
অনর্গল পাগলের।
বক বক উকিলের
কুহুকুহু কোকিলের।
মোরগের কক্ কক্,
শীতকালে ঠকঠক!
রিমঝিম বৃষ্টির,
প্রেম ভরা দৃষ্টির।
শুষ্কপাতা মর্মর,
হাড় কাঁপা থরথর।
সিংহের গর্জন,
‘ভি- চিহ্নে অর্জন!
৭ অক্টোবর,২০২৪।