ভোজরাজের কন্যা ভানুমতী
ঈন্দ্রজালে ফাঁসায় কান্তিমতী
ভোজরাজে দিয়েছে অনুমতি
বয়সের ভারে ধরে ভীমরতি
কন্যাটি তার হল গুণবতী
জাদুমন্ত্র শিখল মায়াবতী
জনম সফল তাই ভাগ্যবতী
ছিল সে যে পরম রূপবতী
চতুর মেয়ে অতি বুদ্ধিমতী
বর দিলেন দেবী পদ্মাবতী
প্রজার হল ভাগ্যের দুর্গতি
কখনো হলোনা গো সুমতি
এর চেয়ে ভালো হীরামতি,
গরীব ঘরের মেয়ে ফুলমতী,
প্রেমকুমার আর আলোমতি,
সুখ্যাতি যে সইবে বসুমতী।