লেখাপড়ায় মন বসে না ফি বছর করে ফেল!
স্কুল ছাড়িয়ে বাবা বলে জমিতে তুই লাঙল ঠেল!
চাষীর কাজে মনোযোগী এসবই তার ভাল্লাগে!
তাইত বলি পড়া ছেড়ে কামাই রুজি কর আগে!
সামান্য যা জমি আছে ফসল ফলে বারোমাস,
পড়াশোনা শেষ করে কি কাটবে ঘোড়ার ঘাস?
চাষার ছেলে সংসারী হয় বাবা মাকে খাওয়ায়,
একই পাড়ায় সুধীনবাবু বসে থাকে দাওয়ায়!
ছেলেটি তার ইঞ্জিনিয়ার বিদেশে দেয় পাড়ি,
বাড়ি আছে ছ’খানা তার হাকায় দামী গাড়ি!
সুধীনবাবু একাই দেশে নেয়না যে তার খোঁজ,
ছেলেটি তার মোবাইল ফোনে খবর নিত রোজ!
সময় যত গড়ায় তত কমছে স্নেহ-প্রেম,
খবর আসে ছেলে নাকি করেছে বিয়ে মেম!
দাওয়ায় বসে সুধীনবাবু করে হায়! হায়!
ভালো ছেলের বাবা হয়ে জীবন কেটে যায়!