মানুষ থাকে গোয়াল ঘরে
গলায় দড়ি বাঁধা,
মোহন বাঁশি হাতে নিয়ে
কৃষ্ণ সাজে রাধা!
মাছেরা দেখ ঘুড়ি হয়ে
উড়ে ডানা মেলে,
সাইবেরিয়ার পাখি এসে
ডুব দেয় জলে!
লাঙল কাঁধে গরু চলে
করতে জমি চাষ!
সারাদিন জোয়াল টেনে
মানুষ খায় ঘাস!
শরতকালে শিশির নাই
ঝরছে বারিধারা,
শীত এলে ক’দিন থেকেই
চলে যাবার তাড়া!
দিনেরবেলা আঁধার নামে
রাতের বেলা রোদ!
মানুষ যেন বোকা অতি
নাই বিবেক বোধ!
পোলাপানে চালায় দেশ
প্রবীনেরা মাকাল!
অসময়ে ভাসছে জলে
দেশে চলে আকাল!
কোলবালিশ শোয়ে থাকে
বিছানাটার গায়,
শিক্ষকেরা গড়বে মানুষ
গাধা স্কুলে আয়!