শ্যামাচরণ দাস ছিল
মেট্রিকেতে পাশ ছিল
চন্ডীপুরে বাস ছিল
মনটা যে উদাস ছিল
খেলা হাতে তাস ছিল
পুকুরেতে হাঁস ছিল,
বাঁশবনেতে বাঁশ ছিল
সেথায় বাগডাস ছিল
অনেক জমি খাস ছিল
খাস জমিতে ঘাস ছিল
অল্প জমি চাষ ছিল
তার ভোগ-বিলাস ছিল
পড়ার উপন্যাস ছিল
মনে জাত বিন্যাস ছিল
প্রতিবেশী সব হাসছিল
তখন আষাঢ় মাস ছিল
কৃষ্ণের লীলা রাস ছিল
আগে হুপিং কাশ ছিল।
জ্বরও কষ্টের শ্বাস হল।
দেহে করোনার বাস হল।
একদিন সর্বনাশ হল।
দেহখানা যে লাশ হল!