মামার বাড়ি বেড়াতে গেল
শিমুল পারুল জুটিতে।
পরীক্ষাটা শেষে তারা
গেল গ্রীস্মের ছুটিতে।
পড়াশোনার তাগাদা নাই,
নাই কোন কাজের বালাই,
মামাবাড়ির গোরু-বাছুর
বাঁধা বাঁশের খুঁটিতে।
মামাবাড়ির দুধভাত,
নেইত কোন উৎপাত!
পড়া ছেড়ে খেলাধূলায়
সুখেই আছে দু’টিতে!
তিনবেলা খাবার পায়,
একবেলায় স্নানে যায়,
বাটি ভরে দুধ খেয়ে
মাখন মাখে রুটিতে।
দিনভর খেলায় মেতে,
গাছের ছায়ে মাদুর পেতে,
পাড়ার ছেলে গল্পে মাতে
খুশিতে ধূলায় যে লুটিতে।
মামার বাড়ি বেড়াতে গেল
শিমুল পারুল জুটিতে।