নবীন বিপিন প্রতিবেশী
নবীন বেজায় দুষ্ট,
বিপিন বসু সরল অতি
পায় যে ভীষণ কষ্ট!
নবীন ভাবে গর্ত যদি
খুঁড়ি পথের ধারে,
আঁধার রাতে পড়ে কটি
ভাঙবে যে আছাড়ে!
পা পিছলে পড়বে বিপিন
হবে ভারি মজা!
কটি ভেঙে কুঁজো হবে
আর হবেনা সোজা!
তাইতো রাতে চুপি চুপি
কোদাল নিয়ে কাঁধে,
গর্ত খুঁড়ে বাড়ির পাশে
পড়ুক বিপিন ফাঁদে।
কাজ শেষে শ্রান্ত হয়ে
বসে একটু দূরে,
খাটাখাটি অনেক হল
এইনা গর্ত খুঁড়ে!
খানিক বাদে ফিরবে ঘরে
খুশির ঝিলিক তার,
অন্ধকারে গর্ত কোথায়
মনে নেই যে আর!
ঘরে ফিরতে গর্তখানি
হতে গিয়ে পার,
পিছলে পড়ে ভাঙল বুঝি
কটিদেশের হাড়!
কাতর হয়ে ডাকে নবীন
কে আছো কোথায়?
সাড়া দিয়ে সবার আগে
বিপিন যায় সেথায়!