টাকডুমাডুম বাজে ঢাক,
পায়রা ডাকে বাকুম বাক।
মিঁয়াও মিঁয়াও বিড়াল ডাকে,
হুক্কা হুয়া শিয়াল হাঁকে।
হাম্বা-হাম্বা ডাকে গোরু,
রিমঝিমিয়ে বৃষ্টি শুরু।
গুড়ুম গুড়ুম ডাকে মেঘে,
কুলকুল ঢেউয়ের বেগে।
শিশির ঝরে টুপটাপ,
জ্ঞানী থাকে চুপচাপ।
জলে ভেসে ডাকে ব্যাঙ,
বলছে যেন ঘ্যাঙর ঘ্যাঙ।
ম্যাঁ ম্যাঁ করে ডাকে ছাগল,
আবোল তাবোল বলে পাগল।
খাঁ খাঁ করে চৈত্রের দুপুুর,
ঘেউ ঘেউ ডাকে কুকুর।
অধিক শীতে কনকন,
মাছিতে করে ভনভন।
গুঞ্জরিয়া ভ্রমর ডাকি,
কিচিরমিচির করে পাখি।
শোঁ শোঁ রবে বায়ু বয়,
গড়গড় করে মুখস্থ হয়।