অপরূপা রূপের রাণী আমাদের এই দেশ,
সবুজ শ্যামল রূপে মাখা লাগে যেন বেশ!
গাছে গাছে পাখির কূজন অলির গুঞ্জরণ,
আকাশের ছায়াতলে পাহাড় নদীর মিলন।
রাখাল ছেলে বাজায় বাঁশি বটের ছায়াতলে,
আকাশ জুড়ে বকের সারি উড়ে দলে দলে।
কলসী কাখে জল আনিতে বঁধূ নদীর ঘাটে
গোরুর পাল ঘরে ফিরে সূর্য নামে পাটে!
পাল তোলা নৌকা চলে নদীর বুক চিরে!
পারাপারে জমছে মানুষ খেয়াঘাটের তীরে।
মাঠ ভরা পাকা ধান দুলছে রাশি রাশি,
সোনার ফসল দেখে চাষীর মুখে হাসি।
মধুমাসে পাকা ফলের মিষ্টি গন্ধে ভরা,
ভোরের শুকনো বাতাসে গাছের পাতা ঝরা!
ঝিলের স্বচ্ছ জলে সাদা শাপলার খেলা,
শরত আকাশে ভাসে সাদা মেঘের ভেলা।
ফুলে ফুলে দলে দলে প্রজাপতি উড়ে!
সারি সারি নৌকা বাঁধা নদীর কুল জুড়ে।
দখিনা বাতাসে ভরা আসে ঋতুরাজ,
কৃষ্ণচূড়ার লাল রঙে নববঁধূর সাজ!
চারিদিকে অথৈ জল হিজল-তমাল বনে,
বিমোহিত করে বাংলা প্রেমসিক্ত মনে!
১৬ অক্টোবর,২০২৪