রমনীর তনুর
মোহিনী ঘ্রাণে
ব্যাকুল হৃদয়,
সিক্ত তাহার
দীঘল কেশ
চরণে লুটায়।
মৃগ নয়নে
শুভ্র বসনে
আনত বদনে
কুঞ্চিত লজ্জায়!
ফিনফিনে পরিধানে
লুকানো নাভীমূলে
ব্যাকুল পলক
অগোচরে ধায়!
অধরের কোনে
অকথিত কথা
অস্ফুট হয়ে রয়।
দেহবল্লরী
তরঙ্গসম
উছলিয়া বয়!
দক্ষ কারিগরে
সুনিপুণ হাতে
অংকিত তাহার
ছন্দময় গড়ন!
উত্তপ্ত তনু
কামনার শিখায়
বিস্মৃতির সুধাপানে
হইল মরণ!
২৩ অক্টোবর,২০২৪ সিলেট।