শয্যাত্যাগ অতি ভোরে
দন্তব্রাশ তারপরে
চিরতার জল খাই
ড্রেস পড়ে হাঁটতে যাই
দেড় ঘন্টা হেঁটে
মধু খাই চেটে
কালোজিরা চাবান
উষ্ণ জলে স্নান
প্রাতঃরাশে ডিম-রুটি
সাথে আরো কলা দুটি
চিনি ছাড়া রঙ চা
বাবু সেজে অফিস যা
লাঞ্চ সেরে ভাতঘুম
এরপর কাজের ধুম
বিকেলবেলা ঘুরতে যাওয়া
হালকা একটু নাস্তা খাওয়া
ডিনার সাড়ে নয়টায়
ঘুমিয়ে পড়া দশটায়।
সকাল শুরু পরের দিন
জীবনটা যে তাক ধিনা ধিন।