আইবুড়ো কনের বাপে
খোঁজে মনে মনে,
উপযুক্ত ছেলে পেলে
বিয়ে দিবে কনে।
খোঁজ নিয়ে জানতে চায়
কেমন ছেলের বংশ?
নইলে যে তার মেয়েটির
জীবন হবে ধ্বংস।
অশিক্ষিত ছেলেও যদি
দেখতে হয় কার্ত্তিক,
এমন পাত্রে দিবেই বিয়ে
অবস্থা যা-ই আর্থিক।
বেকার ছেলে খোঁজে বেড়ায়
পাত্রী হবে সুন্দরী,
যৌতুক পেলে চাহিদা কি
ছ্যাঁকারুটি, তন্দরী।
কুৎসিত হলেও ক্ষতি নেই
বাপ যদি হয় নামকরা,
একটুখানি যৌতুক নিতে
হবে দর দাম করা।
লম্বা, ফর্সা, সুন্দরীর
মুখে মিষ্টি হাসি,
কৃষ্ণবর্ণেও আপত্তি নাই
হয় যদি সে প্রবাসী।
পাড়াপড়শি জানতে চায়
ছেলে কি করে?
বুক ফুলিয়ে বলে বাপে
লেখালেখি করে!
চাকরি নাই, ব্যবসা নাই
পাত্র সাহিত্যিক,
এমন ছেলের কাছে মেয়ের
বিয়ে নয় ঠিক!
প্রতিষ্ঠিত ছেলের জন্যে
সুন্দরী চাই মেয়ে,
সমাজে তাই বলে একে
রাজযোটক বিয়ে!