কঠোর হিমের মতো বিরহী আমি
একা পথ চেয়ে থাকি,
গুনিয়াছি দিন নিরজনে বসি
বসনে নয়ন ঢাকি।
এই বুঝি শুনি, আসিলে তুমি
বাজিল আগমনী বেণু,
শুনিয়া, শিহরিত হইল মোর
অবশ নিথর তনু।
শীতের শিশিরে আসিলে তুমি
সফল কোন ক্ষণে,
জীবন আমার স্বার্থক হইল
তোমারই দরশনে।
আসিলে তুমি, কন্ঠে তব গান
বেদনা গিয়াছি ভুলি,
কুসুম গন্ধে সুরভিত বায়ু
ব্যাকুল হইল অলি।
আকাশে উঠিল রূপালী চাঁদ
তুলনা নেই যে তার,
নিবিড় ব্যথার হইল অবসান
কাটিল বুঝি আঁধার।
কত দিনের পথ চাওয়া আজ
অবসান হইবে বলি,
বদনে নয়নে অকথিত কথা
উঠিছে উচ্ছলি।
মোর ঘুম ঘোরে এলে কেন?
সশরীরে এসো তুমি,
তোমার প্রতীক্ষায় আর কত
চাহিয়া রইব আমি।
প্রাণচঞ্চল শহরের এই যে
হাজারো মানুষের ভীড়ে,
দগ্ধ এ হৃদয় আমার
তোমাকেই খুঁজে ফিরে।