মুক্তাগাছার মন্ডা যেমন
বগুড়ার দই,
নরসিংদীর সাগর কলা
যশোরের খই।
বাগেরহাটের চিংড়ি ভাল
রাজশাহীর আম,
পোড়াবাড়ির চমচমের
কত যে সুনাম!
কুমিল্লাতে রসমালাই
নেত্রকোনার বালিশ,
নওগাঁর প্যারাসন্দেশ
চাঁদপুরের ইলিশ।
কুষ্টিয়ার তিলের খাজা
ঢাকার বাখরখানি,
চট্টগ্রামের শুঁটকি ভাল
হাজী’র বিরিয়ানি!
মেহেরপুরের সাবিত্রীদানা
জামতলার রসগোল্লা,
ফরিদপুরের খেজুর গুড়
নাটোরে কাঁচাগোল্লা!
গাজীপুরের কাঁঠাল ভাল
ময়মনসিংহে বাউকুল,
মহেশখালীর পানের খিলি
মুন্সিগঞ্জের ভাগ্যকুল!
বরগুনার চুইপিঠা ভাল
দিনাজপুরে লিচু,
বরিশালের আমড়া ভাল
সন্দেহ নাই কিছু!
পাবনায় আছে গাওয়া ঘি
রংপুরের হালুয়া,
খুলনার লাড্ডু ভাল
কুষ্টিয়ার পান্তোয়া!
কিশোরগঞ্জের তালের রসে
হয় মিষ্টি পিঠা,
শ্রীমঙ্গলের আনারস ভাল
খেতে ভারি মিঠা!
গাইবান্ধার রসমঞ্জরী
রসে উপচেপড়া!
সিলেটের চা, কমলা আর
প্রসিদ্ধ সাতকড়া!