গানের পাখি কোথায় পেল
এমন মিষ্টি সুর?
মাথার ওপর ছাদের মতন
আকাশ থাকে দূর।
ফুলের কত বাহারী রঙ
কোথায় পেল গন্ধ?
শিশুর মুখে কোমল হাসি
মনে লাগে ছন্দ।
গাছে গাছে ফলছে কত
নানান মিষ্টি ফল,
মাটির গভীরে কে দিয়েছে
ঠান্ডা সুপেয় জল?
সবুজে ছাওয়া জমিন দেখি
সবুজ তরুলতা,
খাঁচায় পোষা ময়নাপাখি
বলে মিষ্টি কথা!
নীলসাগরের ঢেউ দেখি
দেখি গহীন বন,
শীতল করা বাতাস দেখি
জুড়ায় শরীর মন।
উড়ে যায় বকের সারি
বানিয়ে কত আল্পনা,
নিখুঁত দেহের গড়ন সেতো
নয় নিছক কল্পনা!
বৃষ্টি আসে কোথা হতে
ভরে নদী খাল,
প্রখর রোদে শুকায় আবার
ফুরায় বর্ষাকাল!
খরস্রোতা নদীও একদিন
শুকিয়ে যায় মরে,
কার ঈশারায় একূল ভেঙে
নদীর ওকূল গড়ে।
প্রজা থেকে রাজা হয়
ফকির থেকে ধনী,
রাজা হারায় ক্ষমতা যত
ধনী হয় ঋণী!
কে দিয়েছে গাছের ছায়া,
শীতের মিষ্টি রোদ?
কোথা হতে মানুষ পেল
বিবেক,জ্ঞান,বোধ?
কে দিয়েছে মা’র মমতা
আর পিতার শাসন?
সব দিয়েছে সৃষ্টিকর্তা
আসমানে যার আসন!