টাক মাথার পেটুক গগন
বেঢপ তাঁর ভুঁড়ি,
থালার খাবার সাবাড় করতে
লাগে এক তুড়ি।
রোদের আলোয় ঝলমলায়
তেল চকে টাক,
ভুঁড়ি দেখে মনে হবে
মধু ভরা চাক।
রুচি মুখে খেতে পারে
থালা ভরা ভাত,
আহার সেরে ঢেঁকুর তোলে
পেটে বুলায় হাত।
ভরা পেটেও খেতে পারে
যদি লাগে বাজি,
ডাল, শাক, কাঁচা-লংকা
নুন কিংবা ভাজি।
বেশি খেলে এপাশ ওপাশ
রাতভর জাগা,
নেমতন্ন খেয়ে কাটে
কোমরের তাগা।
চিৎ শোয়ে দিবানিদ্রা
সটান করে ঠ্যাং,
দেখে তখন মনে হবে
মরা কুনোব্যাঙ।
আড়ত আছে দু’খানা তার
সুখ আনন্দ কি যে!
একটায় ভাই বিপিন বসে
অন্যটাতে নিজে।
কোলবালিশে হেলান দিয়ে
গড়গড়িতে টান,
গদির কোণে পিকদানি
বাটা ভরা পান।
চুন লাগিয়ে তর্জনীতে
খায় সেটা চুষি,
গরু যেমন জাবর কাটে
খেয়ে ঘাস-ভ‚ষি।
ব্যামো হলো হঠাৎ করে
বৈদ্য দিল কারণ,
মুখরোচক অতিভোজন
এবার হতে বারণ।
শরীরখানা দুর্বল তার
চলে না আর চরণ,
অবশেষে বুঝল গগন
অতিভোজেই মরণ।