পাত্র সেতো গুন্ডা মতন,
নেয় না তার দেহের যতন।
মাসে একবার স্নান করে,
ময়লা দেহে জং ধরে!
সারা গায়ে ঘুরে বেড়ায়,
মাসে মাসে মাথা ন্যাড়ায়!
দিন শুরু হয় বারোটায়,
নাস্তা করে ডিম-পরোটায়!
জেগে থাকে অধিক রাত
দিনের আলোয় চিৎপাত!
বিছানাতেই পড়ে থাকে,
দেয় না সাড়া শত ডাকে।
শুনেছি নাকি চারবার,
মেট্রিকেতে হয়েছে পার।
বাবা গায়ের চেয়ারম্যান,
তাই যেন তার ধ্যান-জ্ঞান!
অর্থ-সম্পদ অর্জন যত,
দু’নম্বরি করেছে তত,
স্বভাবটা যে খাঁটি গোঁয়ার,
সৎপথের বন্ধ দুয়ার।
জেলকাটা দাগী আসামী
কোন্ মেয়ের হবে স্বামী?
নম্র-ভদ্র স্বভাব নয়,
কে তারে ভালো কয়?
কৃপণ বলে আছে সুনাম,
এমন পাত্রে জানাই প্রণাম!

-----০৩,সেপ্টেম্বর/২০২৪ সিলেট।