ক্রিকেট খেলায় চলে
পানি পান বিরতি,
অথৈ পানিতে পড়ে
জীবনটার ইতি!
অগনিত টাকা খরচ
পানির মতন,
জোয়ারের পানি যেন
যৌবনের যতন!
সস্তায় কেনা জিনিষ
বলে পানির দামে,
মাছ শিকার করতে কেউ
ঘোলা জলে নামে!
কর্মঠ লোকের কাছে
সবই পানিভাত,
চোখের পানি মুছতে লাগে
স্নেহমাখা হাত!
বন্যার পানি নেমে এসে
তলায় শহর গ্রাম,
জলে কুমির ডাঙায় বাঘ
উভয়সংকট নাম!
কাজে না লাগলে টাকা
সব যায় পানিতে,
পানিপথের যুদ্ধ দেখি
ইতিহাস টানিতে!
পানি হয় জলীয়বাষ্প
বায়বীয় হলে,
দেখে আসে জিভে জল
স্বাদু পানিফলে।
বরফ-পানি-বাষ্পকে
বলে পানিচক্র,
বরফ গলা নদীর নাম
কথা নয় বক্র!
খর পানিতে সাবান দিলে
হয়না যে ফেনা,
মিনারেল যা পানি খাই
টাকা দিয়ে কেনা।
নাস্তা হয় জল-খাবার
পানি খাবার নাই?
বীণাপানির জল কোথায়
হাতে বীণা পাই!
পানি বণ্টন চুক্তি হয়
দুই দেশে মিলে,
দরিয়ায় এত পানি
খাবে যেন গিলে!
প্রশান্তির জলকেলি
চৈত্র দাবদাহে,
চরিত্রের জলাঞ্জলি
প্রেত শবদাহে!
প্রতিবছর বাইশে মার্চ
বিশ্ব পানি দিবস,
পানিকে জীবন বলি
পানিই ‘দি-বস’!

১৮ সেপ্টেম্বর,২০২৪ সিলেট।