জ্ঞানে পাকা দেহে বল,
খেলে মিষ্টি পাকা ফল!
পাকা চুলে পাকা রঙ,
পাকা প্রেমে নয় ঢঙ!
পাকা ঘরে কর বাস,
পাকা কথায় সর্বনাশ!
পুড়ে হয় পাকা ইট,
পাকা চোরে মারপিট!
পাকা বাঁশে কাঁচা ঘর,
পাকা মেঘে ঝর ঝর,
পাকা ধানে দেয় না মই,
বেশি পাকা আমি নই!
পাকানো চোখ বড় ভয়,
পাকা হাতের যশ হয়,
পাকা পথে হেঁটে যেয়ো
পাকা হাতের রান্না খেয়ো।
পাকা দলিল মালিকানা,
পাকা ছেলে ষোল আনা,
পাকা খাতায় লিখে রাখ,
পাকা বুদ্ধির মাথায় টাক!,
১৪ অক্টোবর,২০২৪