তোমাকেই ভাবি প্রেমের কথা ভাবলে।
কাঁধ আর বাহুতে সুরেলা ছন্দ তুলে,
বাহু উন্নীত করে খোঁপা বাঁধবে চুলে,
বাঁকানো রেশম চুল সে বাতাসে দোলে।
অর্ফিয়াসও ব্যর্থ এমন মিষ্টি সুরে।
আমি ভাবি সে হয়েছে বিস্মৃত ও চূর্ণ,
তাই আমার ভ‚বন আজ পরিপূর্ণ,
আমার কল্পনা থেকে তুমি বহু দূরে।

প্রিয় প্রেম, তুমি ছিলে আমার বাহুতে,
সুখ আমার নিঃশ্বাস দূরে নিয়ে যাবে।
ভাবনা অমিল আকস্মিকতার সাথে,
কোন গান কি আর একে ঘিরে রাখবে?
মনে করি তাই-আরেক ভ‚বন হলে,
তোমাকেই ভাবি প্রেমের কথা ভাবলে।

----চতুর্দশপদী কবিতা
মূল-উইলিয়াম সেক্সপিয়ার