সেই চোখ, সেই মুখ রোজ দেখি,
ভাল্লাগেনা সব একগুয়েমি একি!
মাঝে মাঝে তাই এ সংসারে
নতুন মুখ নাহলে আর চলেনা!
সেই যে তার দীঘল কালো চুল,
কপালে টিপ,খোঁপায় তারার ফুল,
প্রতিনিয়ত হাঁপিয়ে যাই দেখে
এসবে যেন আর মন টলে না!
একই স্বাদের রান্না খাবার,
মাঝে মধ্যে নিরামিষ আবার,
এসব খাবার হররোজ খেতে
গলা দিয়ে যে আর গলে না!
এক বাড়িতে একই সাথে,
ঘুমাই দুজন রোজ রাতে,
নিভে গেলে প্রেমের অনল
কিছুতেই যে আর জ্বলেনা!
একই মুখের গালাগালি,
একই হাতের হাততালি,
এসব শুনে আমার যে ভাই
বিয়ের কথা কেউ বলেনা!
কটু কথা রোজই শুনি,
শোয়ে বসে দিন গুনি,
খোঁজে দেখি চারপাশে মোর
কেউ মনে হয় এই দলে না!