হেরিলাম যবে         এ সংসার ভবে
         তোমার নিষ্পাপ মুখ,
বিগলিত হাসি          কৃষ্ণ কেশরাশি
         নিমীলিত ক্লান্ত চোখ।
ডাকে যেন কারে        নূপুর ঝংকারে
         জাগে দ্বিতীয়ার শশি,
ওঠে বুঝি জেগে      শুভ্র মেঘে মেঘে
           পড়িল নক্ষত্র খসি।
লতানো শরীর        বুকে বিঁধে তীর
           ছন্দ নয়ন ডাগরে,
কোথা হতে এলে     ভাসাইয়া গেলে
        গহীন প্রেম সাগরে।
প্রেমের লাগিয়া          এ মন সঁপিনু
       তোমারই হিয়া মাঝে,
অকুল পাথারে          ডুবিয়া মরিতে
        ব্যাকুল হৃদয় সাজে।
আমি যে রঙিন          তুমি উদাসীন
           হয়ত অনভিলাষ,
তব চঞ্চলতা            মম আকুলতা
        হোক তাই সর্বনাশ!
অক্লান্ত নজরে       রাখি যে তোমারে
      আড়াল করি না কভু,
থাক সদা মনে          রাখি সযতনে
      ভালবাসো যেন তবু।

                   -----লঘু ত্রিপদী ছন্দ (৬+৬+৮)