দেশের প্রধান নদী পদ্মা-মেঘনা-যমুনা,
আরও কত শাখানদী বলি তার নমুনা!
ঝালকাঠি জেলাতে ধানসিঁড়ি ও সুগন্ধা,
পিরোজপুর জেলায় বহে নদীর নাম সন্ধ্যা।
নেত্রকোনার দুর্গাপুরে নদী বহে সুমেশ্বরী,
টাঙ্গাইল ও মানিকগঞ্জে আছে নদী ধলেশ্বরী।
চাঁপাইনওয়াবগঞ্জের নদীর নাম মহানন্দা,
কিশোরগঞ্জ জেলাতে বহে নদী নরসুন্দা!
চুয়াডাঙা, দিনাজপুরে আছে নদী ইছামতি,
বগুড়া আর নওগাঁতে নদী বহে ইরামতি!
কুমিল্লা জেলায় দেখ আছে নদী গোমতী,
ফরিদপুরে বহে নদী নাম তার মধুমতি।
কপোতাক্ষ নদ বহে জেলা শহর যশোরে,
খুলনার অহংকার রূপসা আর পশুরে!
পাবনা জেলাতে আছে নদী কাগেশ্বরী,
ময়মনসিংহ ত্রিশালে বহে নদী নাগেশ্বরী।
রাজশাহী জেলাতে আছে নদী মাথাভাঙা,
সাতক্ষীরা জেলায় বহে নদী হাড়িয়াভাঙা।
চাঁদপুর আর কুমিল্লায় নদী ডাকাতিয়া,
ব্রাহ্মণবাড়িয়াতে বহে নদী ডাসাডিয়া।
সীমান্তের অপার হতে তিস্তা বহে রংপুরে,
করতোয়া নদী আছে জেলা দিনাজপুরে।
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, সুরমা, কর্ণফুলি,
ব্রহ্মপুত্র,কীর্তনখোলা আরও কত বলি!
সাঙ্গু, মাতামুহুরী, আড়িয়ালখাঁ ও ভদ্রা,
গড়াই, কুশিয়ারা, হালদা আর চিত্রা।