বৈশাখ মাসে কালবোশেখি
অনল সম খরা,
জ্যৈষ্ঠমাসে প্রখর তপন
ফলে মধু ভরা।
মেঘে ভরা আষাঢ় গগন
পরব রথযাত্রা,
বরিষে শ্রাবণের ধারা
নেই যে কোন মাত্রা।
ভাদ্র মাসে দুরন্ত বাদল
খাল নদী ভরা,
আশ্বিনে অম্বিকা পূজা
সবুজ শ্যামল গড়া।
কার্ত্তিকে হিমের জনম
নবান্নের দেশ,
অঘ্রাণ মাসে পাকা ফসল
রূপের নেই শেষ।
পৌষপার্বণে পিঠা-পুলি
সোনা মাখা রোদ,
হাড়কাঁপানো মাঘের শীতে
অসহায় বোধ!
মন্দ বহে সমীরণ
ফাল্গুন মাসে,
ফুলের সৌরভ ছড়ায়
বসন্ত বাতাসে।
মাঠঘাট চৌচির
চৈত্রের খরা,
চড়ক সন্ন্যাস আর
গাঁজনেতে ভরা!