মনের কুসুম
দুরন্ত কিশোরী
অশান্ত খুব,
না যাচে হৃদয়
প্রেমেতে ডুব।।
ফুটিতে কুসুম
লুটায়ে তারে,
পূজার থালায়
সঁপিতে না’রে!
প্রমোদ বিহারে
বিলায় কলি,
সাদরে যৌবন
ব্যাকুল অলি!
ফুরায় বসন্ত
শুষ্ক বাগান,
জীবন ক্ষণিক
বীণার তান!
যাপিত সময়
ফিরে না আসে,
আস্বাদন ক্ষীণ
সুখ বিলাসে!
------একাবলী (৬//৫)