একদিন কোন ক্ষণে
যাব চলে সংগোপনে।
দেখবেনা এ জীবনে,
আমায় তবু রেখো মনে,
শোন বলি কানে কানে-
কোন এক বাদল দিনে-
সুরভিত কুসুম ঘ্রাণে-
উত্তাল ঢেউয়ের টানে-
মেঠো পথের বামে ডানে,
কোলাহলময় যাত্রীযানে,
শীতের রোদ, ঝর্ণার গানে,
সর্ষেক্ষেত, সোনালি ধানে,
পাখপাখালির কলতানে,
বাঁশির সুর, মাঝির গানে,
দিগন্তে সবুজের পানে-
সাজানো ফুল বাগানে,
সারি সারি পাহাড় টানে,
তোমার খোলা বাতায়নে,
দক্ষিণা সেই সমীরণে,
সকালের প্রাতঃভ্রমণে,
শাল-পিয়ালের গহীন বনে,
লোহারপুলে, চা-বাগানে,
চিরচেনা চা-দোকানে,
সিগারেটের ছাই আগুনে,
পড়বে কি আমায় মনে?
সে তো শুধু ঈশ্বর জানে!