ভালো আর মন্দ চলে পাশাপাশি,
তবু যেন মন্দটা বেশি ঠাসাঠাসি।
আসলের সাথে থাকে নকলের বাস,
কিছু কর্ম উপকারের কিছু সর্বনাশ!
গ্রীষ্মকালের মাঝে হয় ভরা বর্ষাকাল,
কিছু খাবার টক যদিও কিছু হয় ঝাল!
আছে যেমন গুণী শিল্পী - বেসুরো গায়ক,
কিছু লোক ভিলেন হলেও কিছু মহানায়ক।
কারো আছে টাক মাথা কারো ঝাঁকড়া চুল,
কিছু কথা সঠিক হলেও বাকি সবই ভুল।
আছে মিশেল মানুষ ফর্সা আর কালো,
অতিশয় লম্বা যেমন বেঁটে লোকও ভালো।
পাকা ফলের স্বাদ বেশি কিছু খাই কাঁচা,
তেতো খাবার দেখে বলি-দৌঁড়ে প্রাণ বাঁচা!
কিছু খাবার ঠাণ্ডা ভালো কিছু ভালো গরম,
কারো মেজাজ ঠাণ্ডা কারো মেজাজ চরম!
ঝমঝমে বৃষ্টির সাথেই কাঠফাটা রোদ,
কেউ চালাক কারো আবার নেই বিবেক বোধ।
সোজা পথ আছে যেমন তেমনি বাঁকা পথ,
মন্দ লোক আছে যেমন তেমনি আছে সৎ!