শুনতে হবে গান বিষাদ ভরে কেন?
মিষ্টির সাথে মিষ্টি বিভেদ কি রচিবে?
আনন্দের গ্রহন যা অপছন্দ যেন!
আনন্দের সাথে তুমি বিরক্তি নিবে?

যদি সুর করা শব্দের হয় একতা.
শ্রবনে তোমার কানকে বিভ্রান্ত কর,
ভৎসনার সাথে গোলযোগ দেখ তা!
একাকিত্বের দায় নিজে তুলে ধর।

বেহালার তার কিভাবে আঘাত করে
পরস্পরের মিষ্টি সম্পর্ক থেকে দূর,
সাহেব, শিশু ও সুখী মা পরিবারে
একসাথে গায় সেই মনোরম সুর।

যার ভাষাহীন গান এক মনে হবে,
একা গাওয়ার প্রমান হবেনা তবে।


  -------সনেট (মুল-সেক্সপীয়ার)