কেহ বলি সাকার ঈশ্বর
কেহ নিরাকার,
ঈশ্বর এক-অদ্বিতীয়
সর্বশক্তির আধার।
শীত,গরম,ক্ষুধা-নিদ্রা
সবার বেলায় সমান,
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টান
রক্ত রঙে প্রমান।
তৃষ্ণা মেটাই জল দিয়ে
পান করি কেউ পানি,
স্রষ্টা কারো একার নন
সবার মাঝেই তিনি!
সৃষ্টিকর্তা এক যদি হয়
বড় তবে কার?
অকারনে এসব নিয়েই
দ্বন্দ হয় সবার!
ঈশ্বর ইচ্ছায় সবই ঘটে
যখন যা ভাবেন,
মানবরূপে ধরায় এসে
লীলা করে থাকেন!
ষড়রিপু বড় শত্রু
মানুষ শত্রু নয়,
তবে কেন ধর্ম নিয়ে
হানাহানি হয়?
ধর্ম কারো ছোট বড়
আসল কথা নয়,
জগৎ জুড়ে একটাই শুধু
মানব ধর্ম রয়!
ঈশ্বরেতে মন অর্পন
অর্চ্চনা হোক তাঁর,
স্রষ্টার সান্নিধ্য লাভে
আরাধনা সবার!
৯ ডিসেম্বর,২০২৪
সিলেট।